রুশ বিমান হামলায় ২০০ আইএস নিহত

সিরিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২০০ ইসলামিক স্টেটের (আইএস) সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত আইএসের ঘাঁটিতে বিমান হামলায় এই বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে রুশ সেনাবাহিনী দাবি করেছে।

রুশ বিমান হামলায় ২০০ আইএস নিহত

সিরিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২০০ ইসলামিক স্টেটের (আইএস) সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত আইএসের ঘাঁটিতে বিমান হামলায় এই বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে রুশ সেনাবাহিনী দাবি করেছে।

গতকাল সোমবার সিরিয়ার পালমিরা শহরের পূর্বাঞ্চলে দুটি ঘাঁটি লক্ষ্য করে রুশ যুদ্ধবিমান এই হামলা চালায় বলে জানান, রুশ সেনাবাহিনীর রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্দার কারপভ।

এক বিবৃতিতে কারপভ জানান, এই ঘটনায় ২০০ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত ২৪টি যান ও ৫০০ কেজি গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। সিরিয়াজুড়ে বিভিন্ন জঙ্গি হামলার ছক আঁটা হতো এই ঘাঁটি থেকে।

২০১৫ সাল থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি রয়েছে রাশিয়ার। মূলত রাশিয়ার এই ভূমিকার কারণেই দীর্ঘ ১০ বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের বেশিরভাগ অংশে কর্তৃত্ব ফিরে পেয়েছেন। সূত্রঃ আরব নিউজ