রূপগঞ্জে আগুনে দুইজনের মৃত্যু, আগুন নেভাতে ১৯টি ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে কিছু শ্রমিক আটকা পড়েছেন।

রূপগঞ্জে আগুনে দুইজনের মৃত্যু, আগুন নেভাতে ১৯টি ইউনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে কিছু শ্রমিক আটকা পড়েছেন। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা রানী (৩২) নামে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ছয়তলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক–কর্মচারী আটকা পড়েছেন বলে কারখানা থেকে বের হয়ে আসা শ্রমিকেরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ-১) আব্দুল্লা আল আরিফিন আজ রাত ১০টায় জানায়, এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের ভিতর এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে আছে। তাদের উদ্ধরে  কাজ করছে ফায়ার র্সাভিসের সদস্যরা।