যাত্রীদের জন্য রেল মন্ত্রীর ফুল ও চকলেট
মুজিববর্ষে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকার কমলাপুর স্টেশনে যাত্রীদের চকলেট ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার কমলাপুর স্টেশন পরিদর্শনকালে একতা ট্রেনের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত সাংবাদিকদের রেলপথ মন্ত্রী বলেন, সেবা সপ্তাহ পালনের মাধ্যমে যাত্রীদের সেবা আরো বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। আগামী ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর সেবা সপ্তাহ উপলক্ষে নানা কার্যক্রম গ্রহণ করেছে রেলওয়ে। এর অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব জায়গায় ডাবল লাইন না হওয়া পর্যন্ত রেলের সূচি বিপর্যয় থেকে পুরোপুরি রক্ষা পাওয়া ‘সম্ভব নয়’। রেলওয়ের মূল উন্নয়ন শুরু হয়েছে ২০১১ সালে। বর্তমান প্রধানমন্ত্রী রেলখাতের উন্নয়নে আন্তরিক হওয়ায় এখন নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে এবং রেলকে আধুনিক ও উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামানসহ বিভাগীয় রেল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।