রোববার থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন
করোনা ভাইরাস সংকটে লকডাউন পরবর্তী বিধিনিষেধ চলছে। যে যেখানে আছে সেখানেই ঈদ পালন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবুও মানুষ ঘরমুখী। মানুষের ফেরিতে যাতায়াত বন্ধ করতে প্রতিটি ফেরিঘাটে রোববার থেকে বিজিবি মোতায়েন করা হবে।
করোনা ভাইরাস সংকটে লকডাউন পরবর্তী বিধিনিষেধ চলছে। যে যেখানে আছে সেখানেই ঈদ পালন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবুও মানুষ ঘরমুখী। মানুষের ফেরিতে যাতায়াত বন্ধ করতে প্রতিটি ফেরিঘাটে রোববার থেকে বিজিবি মোতায়েন করা হবে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রকৌশলনিউজকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে বন্ধ রয়েছে ফেরি ও লঞ্চ চলাচল। তবে ঘরমুখো মানুষের স্রোত রয়েছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। এতে করে ঘণ্টার পর ঘণ্টা নৌরুট পারাপারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে রয়েছে যাত্রীরা।
প্রকৌশল নিউজ/এমআরএস