লকডাউনে থামবে না মেট্রোরেলের কাজ

দেশে বর্তমানে করোনার সংক্রমণ বাড়ার কারণে সরকারের ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলাকালে পুরোদমে চলবে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজ। চলমান কাজে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

লকডাউনে থামবে না মেট্রোরেলের কাজ
ফাইল ছবি

দেশে বর্তমানে করোনার সংক্রমণ বাড়ার কারণে সরকারের ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলাকালে পুরোদমে চলবে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের কাজ। চলমান কাজে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক জানান, মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। জাপান থেকে দেশে এসেছে মেট্রোরেল সেট। লকডাউনে প্রকল্পের সব কাজ আগের মতো চলমান থাকবে। লকডাউনের কোনো প্রভাব প্রকল্পে পড়বে না।

ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক, দ্রুততর ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে গৃহীত হয় মেট্রোরেল প্রকল্প। ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে থাকবে ৬টি করে কার। যাত্রী নিয়ে ঘণ্টায় একশো কিলোমিটার বেগে ছুটবে এ ট্রেন। উভয়দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহনে সক্ষমতা থাকবে মেট্রোরেলের।

প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

প্রকৌশলনিউজ/এসআই