লাথি মেরে স্ট্যাম্প ভাঙ্গলেন সাকিব, তেড়ে গেলেন আম্পায়ারের দিকে

দেশের ক্রিকেটের ইতিহাসে আরো একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। বোলিং করার সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে এলবিডব্লিউ আবেদনে সাড়া না দেওয়ায় স্টাম্পে লাথি মেরে আম্পায়ার ইমরান মাহফুজের দিকে তেড়ে যান তিনি। সে সময় রাগান্বিত হয়ে আম্পায়ারের সাথে কথাও বলতে দেখা যায় তাকে।

লাথি মেরে স্ট্যাম্প ভাঙ্গলেন সাকিব, তেড়ে গেলেন আম্পায়ারের দিকে

দেশের ক্রিকেটের ইতিহাসে আরো একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। বোলিং করার সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে এলবিডব্লিউ আবেদনে সাড়া না দেওয়ায় স্টাম্পে লাথি মেরে আম্পায়ার ইমরান মাহফুজের দিকে তেড়ে যান তিনি। সে সময় রাগান্বিত হয়ে আম্পায়ারের সাথে কথাও বলতে দেখা যায় তাকে।

যা শুধু অপরাধই নয়, মাঠে ক্রিকেটের জন্য জঘন্য একটি ঘটনাও। শুক্রবার মিরপুরে আবাহনী ও মোহামেডানের ম্যাচে ঘটে এমন ঘটনা।

ওটাই একমাত্র ঘটনা নয়। মিরপুরে বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়াররা যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব। এবার তেড়েফুড়ে গিয়ে তিন স্টাম্প তুলে আছাড় দেন। রাগ তখনও কমেনি সাকিবের। আম্পায়ারের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করতেই থাকেন। ছুটে যান মাঠের বাইরে আবাহনীর কোচ খালেদ মাহমুদের দিকেও।

সেখানে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে দূর থেকেই চিৎকার চেঁচামেচি হয় তার। পরবর্তীতে মোহামেডানের খেলোয়াড় শামসুর রহমান শুভ খালেদ মাহমুদকে এবং মোহামেডানের বোলিং কোচ ডলার মাহমুদ সাকিবকে সরিয়ে নেন।

প্রকৌশল নিউজ/এমআর