শাহরুখ খানকে ৫ কোটি রুপিতে কিনে নিলেন প্রীতি জিনতা
প্রীতি জিনতা তিনি আইপিএলে একটি দলের মালিক। তার দলের নাম পাঞ্জাব কিংস। তিনি কিনতেই পারেন, কিন্তু শাহরুখ খানকে কেন কিনতে যাবেন প্রীতি জিনতা? শাহরুখ নিজেও তো একটি দলের মালিক, কলকাতা নাইট রাইডার্স যার নাম।
প্রীতি জিনতা তিনি আইপিএলে একটি দলের মালিক। তার দলের নাম পাঞ্জাব কিংস। তিনি কিনতেই পারেন, কিন্তু শাহরুখ খানকে কেন কিনতে যাবেন প্রীতি জিনতা? শাহরুখ নিজেও তো একটি দলের মালিক, কলকাতা নাইট রাইডার্স যার নাম।
তাহলে এসবই মজার ছলে করা? না, প্রীতি জিনতা ঠিকই কিনেছেন শাহরুখ খানকে। টাকার অংকটাও ঠিক আছে, ৫ কোটি ২৫ লাখ রুপি। ভিত্তিমূল্য ২০ লাখ রুপি থেকে বাড়তে বাড়তে এত দাম উঠেছে শাহরুখের।
কিন্তু এই শাহরুখ বলিউড বাদশাহ নন। তিনি একজন খেলোয়াড়। নামে মিল আছে, তবে ব্যক্তি আলাদা। তামিলনাড়ুর ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএলে দল পেলেন।
গত কয়েক বছরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বেশ বড় নাম করেছিলেন শাহরুখ খান। তামিলনাড়ুর এই ব্যাটসম্যান গত কয়েক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন এবং অনেকেই আশা করেছিলেন, এবারের আইপিএল নিলামে বেশ ভালো দাম পাবেন শাহরুখ। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এই বিশাল দামে শাহরুখকে কিনে নিল পাঞ্জাব কিংস।
শুরু থেকেই দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিডিং লড়াই শুরু করেছিল তামিলনাড়ুর এই ক্রিকেটারের জন্য। একের পর এক বিড দিয়ে দর ক্রমশই বাড়ছিল শাহরুখের। শেষ অবধি দিল্লি সরে দাঁড়ালে এগিয়ে আসে পাঞ্জাব কিংস। আর প্রচুর দর বাড়িয়ে শেষ অবধি ৫.২৫ কোটি টাকায় পাঞ্জাব কিংস তুলে নেয় শাহরুখ খানকে।
তামিলনাড়ুর হয়ে ৩১টি টি২০ ম্যাচ খেলেছেন শাহরুখ, সেখানে ১৩১ এর স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছেন শাহরুখ। তবে সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই তরুণ ক্রিকেটার। ফলে পাঞ্জাবের ব্যাটিংয়ে বেশ ভালো একটি সংযুক্তিকরণ হিসেবে বলাই যায়।
ইন্ডিয়ান ক্রিকেটার শাহরুখ খান