মিয়ানমারে এবার জাপানি সাংবাদিক আটক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাপানের এক সাংবাদিককে আটক করেছে। ওই সংবাদ কর্মীর নাম ইয়ুকি কিতাজুমি। রবিবার (১৮ এপ্রিল) দেশের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন থেকে তাকে আটক করা হয়।

মিয়ানমারে এবার জাপানি সাংবাদিক আটক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী জাপানের এক সাংবাদিককে আটক করেছে। ওই সংবাদ কর্মীর নাম ইয়ুকি কিতাজুমি। রবিবার (১৮ এপ্রিল) দেশের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভের সংবাদ সংগ্রহ করায় অল্প সময়ের জন্য ৪৫ বছর বয়সী এই সাংবাদিককে আটক করেছিল। এরপর একই দিন রাতে তাকে আবার আটক করা হলো।

সোমবার (১৯ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমের বরাতে নিক্কেই এশিয়া তথ্যটি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টোকিও-ভিত্তিক নিক্কেই বিজনেস ডেইলির সাবেক প্রতিবেদক কিতাজুমিকে গত রাতে তার ইয়াঙ্গুনের বাড়ির কাছ থেকে তুলে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। ইয়াঙ্গুনে জাপানি দূতাবাস বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেয় জান্তা। আটক করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। অভ্যুত্থানের কয়েক দিন পর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো মিয়ানমার। বিক্ষোভকারীদের দাবি সুস্পষ্ট, সেনাশাসন প্রত্যাহার এবং সু চিসহ সব রাজবন্দির মুক্তি।

অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে দেশটিতে সেনা-পুলিশের গুলিতে এখন পর্যন্ত শিশুসহ সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সাংবাদিক, শিল্পীসহ তিন হাজারেরও বেশি বিক্ষোভকারী আটক হয়েছেন।