সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমানের ইন্তেকাল

সাবেক মন্ত্রী ও সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃ রাজিউন)। আজ শনিবার ২৭ মার্চ ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমানের ইন্তেকাল

সাবেক মন্ত্রী ও সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃ রাজিউন)।
আজ শনিবার ২৭ মার্চ ভোর ৫টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাহবুবুর রহমান সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা।

সুপ্রিমকোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া জানান, এডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

১৯৮৪ সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষামন্ত্রী ছিলেন এডভোকেট মাহবুবুর রহমান।
পরবর্তীতে তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

মাহবুবুর রহমান ১৯৬২ সালের ১২ ডিসেম্বর উচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন।

 প্রকৌশল নিউজ/এমএস