স্বর্ণ আত্মসাত মামলায় সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার
গ্রাহকের বন্ধকী স্বর্ণ আত্মাসাতের মামলায় সমবায় ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।

গ্রাহকের বন্ধকী স্বর্ণ আত্মাসাতের মামলায় সমবায় ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
গ্রেপ্তাকৃতরা হলেন- সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর, সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের এসএস রোড শাখার ব্যবস্থাপক মো. মাহাবুবুল হক, প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক ও সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এস