২০ জুলাই সৌদিতে ঈদুল আজহা
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে পবিত্র ঈদুল আজহা ২০ জুলাই (মঙ্গলবার) পালিত হবে।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে পবিত্র ঈদুল আজহা ২০ জুলাই (মঙ্গলবার) পালিত হবে।
শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো। এদিন রিয়াদে জিলহজের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি সুপ্রিমকোর্টের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য গঠিত কমিটি সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ছিল সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় ১১ জুলাই (রোববার) থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থাৎ ১৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থাৎ ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।