৯৯৯ এ প্রতিবেশীর ফোন, দগ্ধ গৃহকর্মী উদ্ধার
জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে ঢাকার উত্তরা থেকে নির্যাতিত এক গৃহকর্মীকে উদ্ধার ও নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- তানজিনা রহমান (২৪)।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে ঢাকার উত্তরা থেকে নির্যাতিত এক গৃহকর্মীকে উদ্ধার ও নির্যাতনের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম- তানজিনা রহমান (২৪)।
শুক্রবার দুপুর সাড়ে বারোটায় একজন কলার ঢাকার উত্তরার নয় নম্বর সেক্টরের সাত সি সড়কের বিশ নম্বর বাড়ি থেকে ফোন করে জানান, বাড়িটিতে এক নারী গৃহকর্মীকে এক গৃহকর্তার মেয়ে প্রচণ্ড মারধর ও গরম পানি ছুঁড়ে আহত করে একটি রুমে আটকে রেখেছে। কলার জানান তিনি প্রতিবেশি, তিনি আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, থানার টিম নির্যাতনের শিকার গুরুতর আহত গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে প্রেরণ করেন এবং নির্যাতনের অভিযোগে গৃহকর্তার মেয়ে তানজিনাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস