‘অভিযোগের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্র দেখাতে পারেনি আল-জাজিরা’
সম্প্রতি আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামে ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু তার (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি। এছাড়া এ জন্য রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার কোনো যৌক্তিকতাও নেই। রিটটি গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ অ্যামিকাস কিউরি।
বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং একটি ভিডিও সরিয়ে ফেলার বিষয়ে করা রিটে হাইকোর্টে মতামত দিয়েছেন ছয় অ্যামিক্যাস কিউরি (আদালতের বন্ধু)।
সম্প্রতি আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামে ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু তার (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি। এছাড়া এ জন্য রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার কোনো যৌক্তিকতাও নেই। রিটটি গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছেন শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ অ্যামিকাস কিউরি।
সোমবার হাইকোর্টে এই রিটের বিষয়ে মতামত দেওয়া ছয় অ্যামিক্যাস কিউরি হলেন- জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, কামাল উল আলম, আব্দুল মতিন খসরু, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী ও ড. শাহদীন মালিক।
জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়।
পরে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার এনামুল কবীর ইমন এবং বিটিআরসির পক্ষে খন্দকার রেজা ই রাকিব।
গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণেরও নির্দেশনা চাওয়া হয়।
এ পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিদেশি কোনো গণমাধ্যমের সম্প্রচার নিয়ে আদেশ দিতে পারেন কিনা, সে বিষয়ে মতামত জানাতে ছয়জন অ্যামিক্যাস কিউরি নিয়োগ দেন। ওই কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার তারা মতামত তুলে ধরেন।
গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ প্রতিবেদনটি সম্প্রচার করে আল জাজিরা। ইতোমধ্যে ওই প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশও।
প্রকৌশল নিউজ/ এমআর