‘মেধাহীন’ অ্যাঞ্জেলিনা জোলি

দর্শক ও সমালোচকদের কাছে সবচেয়ে প্রশংসিত তারকাদের একজন অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এই অভিনেত্রী জিতে নিয়েছেন একটি অস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব সহ অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন তিনি। কাজ করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে। অথচ মেধাবী এই তারকাকে ‘মেধাহীন’ বলেছিলেন হলিউডের এক প্রযোজক।

‘মেধাহীন’ অ্যাঞ্জেলিনা জোলি

দর্শক ও সমালোচকদের কাছে সবচেয়ে প্রশংসিত তারকাদের একজন অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এই অভিনেত্রী জিতে নিয়েছেন একটি অস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব সহ অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন তিনি। কাজ করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে। অথচ মেধাবী এই তারকাকে ‘মেধাহীন’ বলেছিলেন হলিউডের এক প্রযোজক।

২০১৪ সালে প্রযোজক স্কট রুডিন ও সনি পিকচার্সেস সহ-সভাপতি অ্যামি প্যাসকালের মাঝে বেশ কয়েকটি ইমেইল আদান প্রদান হয়েছিল। ইমেইলগুলো একজন হ্যাকার ফাঁস করে দিয়েছিলেন। এই ইমেইলগুলোর একটিতেই স্কট রুডিন জোলিকে ‘মেধাহীন তরুণী’ বলেছিলেন।

জোলি চেয়েছিলেন ডেভিড ফিনভার তার ‘ক্লিওপেট্রা’ ছবিটি পরিচালনা করুক। ইমেইলে স্কট রুডিন প্যাসকালকে বলেছেন, ‘ডেভিডের কাজ কঠিন হওয়ার আগেই জোলির মুখ বন্ধ করিয়ে দাও’।

ইমেইলে তিনি আরও লিখেছেন, ‘ক্লিওপেট্রাকে নিয়ে কোন সিনেমা তৈরি হবে না (এই নারীর পাগলামি এবং অহংকার সামলানো আমার সামর্থ্যে নেই)।’

ফাঁস হওয়া সেই ইমেইলগুলো প্রসঙ্গে জোলি কখনই কোনো কথা বলেননি। সূত্র: কইমই