করোনামুক্ত সাকিব, খেলতে পারবেন প্রথম টেস্টে
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু সর্বশেষ করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসায় সাকিব আল হাসান এখন করোনামুক্ত। ফলে আগামী ১৫ মে চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গত ১০ মে করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এজন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু সর্বশেষ করোনা টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসায় সাকিব আল হাসান এখন করোনামুক্ত। ফলে আগামী ১৫ মে চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফেরেন সাকিব। এরপর তিনি করোনা পরীক্ষা করালে, পজিটিভ হন দেশের সবচেয়ে বড় তারকা। পাঁচদিন আইসোলেশনে কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি, খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবি’র চিকিৎসক মঞ্জুর কাদের।
যদিও তার খেলার সম্ভাবনা কম। তবে রোববার প্রথম টেস্ট শুরু হওয়ার আগে শনিবারই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী লাগবে না করোনা পরীক্ষা।
এ নিয়ে বিসিবি চিকিৎসক মঞ্জুর কাদের বলেছেন, ‘আগামীকাল ওনার পাঁচ দিনের আইসোলেশন শেষ হবে। এরপর ওনার যদি ফিটনেস থাকে আর টিম ম্যানেজমেন্ট চায় তাহলে ওই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
‘যে প্রটোকল, এটা অনুযায়ী পাঁচদিন পর করোনা পরীক্ষা ছাড়াই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ভারত ও অস্ট্রেলিয়ার প্রটোকলটাই আমরা মেনে চলছি, ওই অনুযায়ী নতুন করে পরীক্ষা লাগবে না। ’
পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করেছেন, সাকিব করোনা নেগেটিভ হয়েছেন।
দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।