মগবাজার ট্রাজেডি : আরেকজনের মৃত্যু, মোট নিহত ১১

রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন রাসেল (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ৮ ঘন্টা আগেও চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়।

মগবাজার ট্রাজেডি : আরেকজনের মৃত্যু, মোট নিহত ১১

রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন রাসেল (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ৮ ঘন্টা আগেও চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।

শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল জানান, ২টার দিকে রাসেল নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে, বৃহস্পতিবার সকালে নুরুন্নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। নুরুন্নবী পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।

রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশাপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস