করোনায় আরো ১৭ জনের প্রাণহানি, মোট মৃত্যু ৮১১১
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১১১ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১১১ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৬৩ জন।
শনিবার (৩০ জানুযারি) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত ৩৬৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।
এতে আরও জানানো হয়, ২০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬ লাখ ৩৯ হাজার ৪৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৩শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
প্রকৌশল নিউজ/এস