খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে গামছা ও তোয়ালে দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আয়েশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার বিকাল ৩টার দিকে রায়েরবাজারের টিলাবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম হৃদয় খান। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বর্তমানে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় পরিবার নিয়ে থাকেন হৃদয়।

আয়েশার বাবা জানান, তিনি রিকশা ভ্যানে করে সবজি বিক্রি করেন। ঘটনার সময় তিনি রিকশা ভ্যানে সবজি বিক্রি করছিলেন। তাকে বাড়ি থেকে ফোন করে জানায়, আয়েশা ফাঁস দিয়েছে। তিনি বাসায় গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, তার মেয়ে জানালার গ্রিলের সঙ্গে  তোয়ালে দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় খান জানান, ‘আমার স্ত্রী রশিয়া বেগম ছুটা বুয়ার কাজ করে। আমরা বাসায় ওকে (আয়েশা) একা রেখে আমরা বাইরে চলে যাই। ও প্রতিদিনই গামছা ও তোয়ালে দিয়ে দরজা বন্ধ করে খেলে। সোমবার খেলতে গিয়ে অসাবধানবশত গলায় ফাঁস লেগে যায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, হাজারীবাগ থেকে পাঁচ বছরের একটি মেয়ে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে  পেরেছি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস