জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবীয়দের ২য় ইনিংসে দরকার আরও ২৮৫ রান। তাদের হাতে রয়েছে আরও ৭ উইকেট। তবে টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই রান অতিক্রম করে জেতাটা ক্যারিবীয়দের পক্ষে খুব একটা সহজ হবেনা।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য ক্যারিবীয়দের ২য় ইনিংসে দরকার আরও ২৮৫ রান। তাদের হাতে রয়েছে আরও ৭ উইকেট। তবে টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই রান অতিক্রম করে জেতাটা ক্যারিবীয়দের পক্ষে খুব একটা সহজ হবেনা।
শনিবার টেস্টের চতুর্থ দিনে টাইগারদের ২য় ইনিংসে মুমিনুল হকের সেঞ্চুরি ও লিটন দাশের ফিফটির ওপর ভর করে ৮ উইকেটে ২২৩ রান সংগ্রহ করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩৯৪ রানের।
দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর দিনের দশম ওভারে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন অভিজ্ঞ মুশফিক (১৮)। সেখান থেকে লিটনকে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল।
বাংলাদেশকে বিশাল লিড এনে দেওয়ার পথে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। এই সেঞ্চুরি তাকে নিয়ে গেল অনন্য উচ্চতায়। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক এখন এই এই বাঁহাতি ব্যাটসম্যান।
মুমিনুল ও লিটনের জুটিতে আসে ১৩৩ রান। আর তাতে ভর করে টাইগারদের লিড ৩৫০ ছাড়ায়। ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন লিটনও। কিন্তু ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে সুইপ শটে টানা দুই বাউন্ডারি হাঁকাতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিলে শেষ হয় তার ১১২ বলে ৫ চারে সাজানো ৬৯ রানের ইনিংসটি।
লিটনের বিদায়ের পর মুমিনুলও বেশীক্ষণ টিকতে পারেননি। অতি আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন তিনি। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ১১৫ রানের ইনিংস। এরপর তাইজুল ফেরেন ১ রান নিয়ে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ বিদায় নেন ৭ রান করে। এরপরই ইনিংস ঘোষণা করেন টাইগার অধিনায়ক মুমিনুল।
ক্যারিবীয়দের মধ্যে বল হাতে ৩ উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। ২ উইকেট গেছে শ্যানন গ্যাব্রিয়েলের ঝুলিতে। ওয়ারিক্যান নেন ৩ উইকেট।
টাইগারদের ছুড়ে দেওয়া ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজ ৩৯ রানে হারায় প্রথম উইকেট। ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এরপর আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথ ওয়েটকে (২৩) নিজের দ্বিতীয় শিকার বানান এই অফ-স্পিনার।
উইন্ডিজকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে এরপর শায়নি মোসলেকেও (১২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। তবে দিনের শেষ ভাগে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ধাক্কাটা আপাতত সামাল দিয়েছেন এনক্রুমাহ বোনার (১৫*) এবং কাইল মায়ার্স (৩৭*)। আর মাত্র ৩টি উইকেট তুলে নিলেই শততম টেস্ট উইকেট হয়ে যাবে মিরাজের। সেই সঙ্গে গড়া হয়ে যাবে এই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট পাওয়ার বিরল কীর্তিও।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে উইন্ডিজ। জিততে হলে এখনও ২৮৫ রান করতে হবে ক্যারিবীয়দের। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ একাই নেন ৩ উইকেট।
এর আগে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ২৫৯ রান নিয়ে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।