ড্যান্সার শাকিল হত্যা : প্রধান আসামী গ্রেপ্তার
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ড্যান্সার শাকিল হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম-মোঃ সাব্বির হোসেন ওরফে ভূইয়া সাব্বির(২৭)।
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ড্যান্সার শাকিল হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মোঃ সাব্বির হোসেন ওরফে ভূইয়া সাব্বির(২৭)।
এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শাকিল গত ৯ মে বিকাল পৌনে ৪ টায় বন্ধুদের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হয়। রাত ৮:৫৫ টায় ভিকটিমের ছোট ভাইয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিবার জানতে পারে শাকিলকে কে বা কারা উত্তরা পূর্ব থানার ৮নং সেক্টর এলাকায় ছুরিকাঘাত করেছে।
প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ভিকটিমকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাত সাড়ে ১০ টায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরাক্ষা করে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাকিলের মায়ের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় ১০ মে একটি হত্যা মামলা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তুরাগ থানার রাজাবাজার এলাকায় ডান্সার শাকিল হত্যার প্রধান আসামী আত্মগোপন করেছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা জোনাল টিম।
গ্রেপ্তারকৃতের দেয়া তথ্য মতে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা হতে হত্যার কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতকে উত্তরা পূর্ব থানার মামলায় বিজ্ঞ আদালতে পাটানো হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস