প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধানে কুইক রেসপন্স টিম গঠিত 

প্রবাসী কর্মীদের নানান সমস্যার উদ্ভুত পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধানে কুইক রেসপন্স টিম গঠিত 

প্রবাসী কর্মীদের নানান সমস্যার উদ্ভুত পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালযয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  কুইক রেসপন্স টিমের আহবায়কের দায়িত্বে রয়েছেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান (০১৮১৯-২৬২১৭২)।

অন্যান্য সদস্যরা হলেন, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম (০১৭১২-২০৭২২৭), বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা (০১৭১১-১১১৫৪৪), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মো. জাহিদ আনোয়ার (০১৭১৬-৮৬৯২২২), সহকারী পরিচালক মো. আজিজুল ইসলাম ভুঞা (০১৯৪২-২২০০৫২), উপ-সহকারী পরিচালক মো. আব্দুল কাদের (০১৩১১১৫৩৪৯১), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান (০১৭৬০২১৭৮৫৩)।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে এবং বৈশ্বিক করোনা মহামারির কারণে বিদেশ গমনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীগণ নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং দেশে অবস্থানকালেও তারা ভিসা সংক্রান্ত বা অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন।

প্রকৌশলনিউজ/এসএআই