রংপুরে জয় ও পুতুলের নামে ক্লাব উদ্বোধন
রংপুরের পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাবের উদ্বোধন করলেন রংপুরের পুলিশ সুপার(এসপি) বিপ্লব কুমার সরকার। এসময় 'মা জাহানারা আহম্মেদ মেমোরিয়ল ফাউন্ডেশন' এরপক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রংপুরের পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাবের উদ্বোধন করলেন রংপুরের পুলিশ সুপার(এসপি) বিপ্লব কুমার সরকার। এসময় 'মা জাহানারা আহম্মেদ মেমোরিয়ল ফাউন্ডেশন' এরপক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসপি বিপ্লব তরুণদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দিকে দেশ তাকিয়ে আছে, দেশের জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যাবসায়ীদের কোন দল নেই। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। মাদকের ব্যপারে কোনভাবেই ছাড় দেয়া হবে না।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান, শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরেস চন্দ্রসহ অনেকে।
উল্লেখ্য 'মা জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউন্ডেশন পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের যুবকদের সমন্বয়ে অসহায়, বিধবা, স্বামী পরিত্যাক্তা, মাদক থেকে যুব সমাজ কে রক্ষা করার জন্য ১৫টি ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল স্পোটিং ক্লাব স্থাপনের উদ্যোগ নিয়ে কাজ চালাচ্ছে। শানেরহাটে ক্লাব উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম শুরু হল।