কালশী বস্তিতে ভয়াবহ আগুন

আগুণ

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের  প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার বিকেল ৩টা ৩মিনিটে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি প্রকৌশলনিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
  
তিনি জানান, দুপুর ১টা ৫৫মিনিটে ওই বস্তিতে আগুন লাগে, এ খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।