আফগানিস্তানের রাজধানীতে বোমা হামলায় নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার সকালে কাবুলের দারুল আমান সড়কে এ বোমা হামলার ঘটনা ঘটে। সেসময় তিনটি বোমা হামলা চালানো হয়। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদেভস ফারামার্জ জানান, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
পেন্টাগন বলছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সেনা প্রত্যাহারের আগে অবশ্যই সেখানে সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসতে হবে। ২০ বছর আগে তালেবান হটানোর নামে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা।
প্রকৌশল নিউজ/এমআর