কবরীর মৃত্যুতে উজ্জ্বল নক্ষত্রের পতন হলো: বি. চৌধুরী
বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী এবং সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, কবরীর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগত থেকে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।
নেতারা এক যৌথ শোকবাণীতে বলেন, সারাহ বেগম কবরীর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ থেকে উজ্জ্বল নক্ষত্র পতনের পাশাপাশি জাতি একজন মহান স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক মানুষকে হারালো।
শোকবাণীতে তাঁরা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় বিশ্বজনমত সংগঠনে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে সারাহ বেগম কবরীর ঐতিহাসিক ভূমিকার কথা জাতি কখনো বিস্মৃত হবে না।
শোকবাণীতে নেতারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সইবার শক্তি প্রদান করেন।
প্রকৌশল নিউজ/এমআরএস