কবি ও শিল্পী খালিদ আহসান আর নেই
বিশিষ্ট শিল্পী ও কবি খালিদ আহসান আর নেই। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর বিশেষায়িত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। খবর বাসসের।
বিশিষ্ট শিল্পী ও কবি খালিদ আহসান আর নেই। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর বিশেষায়িত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, খালিদ আহসান রামু নিবাসী বিশিষ্ট চিকিৎসক ডা. মোমিনুর রহমানের পুত্র। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজস্ব ভবনে দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করতেন।
মাসখানেক আগে করোনায় আক্রান্ত হলে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়।
শিল্পী খালিদ আহসানের মরদেহ আজ রাতে চট্টগ্রাম পৌঁছাবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় চান্দগাঁও আবাসিকের বি ব্লক জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২ টায় চেরাগী পাহাড় মোড়ে রাখা হবে।
বাদ জোহর কদম মোবারক জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজাশেষে কদম মোবারক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
প্রকৌশল নিউজ/এমআরএস/ সূত্র-বাসস