খুলনা জেলা আওয়ামীলীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রোববার আওয়ামীলীগের সভাপতির নির্দেশক্রমে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত স্থায়ী কমিটিতে ঠাই হয়েছে ৭৪ জনের। সভাপতি হিসেবে রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।
রাজনীতির উর্বর ভূমি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় জেলা খুলনা। দেশভাগ থেকে শুরু করে ৫২’র ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধসহ সব রাজনৈতিক আন্দোলন সংগ্রামে এই জেলার রয়েছে গৌরবোজ্জল ভূমিকা।
পাট শিল্পকে হারিয়ে হোয়াইট গোল্ড বা চিংড়ি চাষকে ঘিরে লোনা পানির এই জেলা এখন জাতীয় অর্থনীতিতে আবারো নিজের ভূমিকা জানান দিচ্ছে। ক্ষমতাসীন আওয়ামীলীগের সাথে রয়েছে এই জেলার নিবীড় সম্পর্ক। কারণ বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার পরিবারের বেশ কয়েকজন সদস্য এই জেলার রাজনীতির সাথে সরাসরি জড়িত।
জেলা আওয়ামীলীগের সম্মেলনের এক বছর এক মাস পর সোমবার খুলনা জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার আওয়ামীলীগের সভাপতির নির্দেশক্রমে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত স্থায়ী কমিটিতে ঠাই হয়েছে ৭৪ জনের। সভাপতি হিসেবে রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।
জেলার পুর্ণাঙ্গ কমিটির সাধারণ সদস্য হিসেবে এক নম্বরে রয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন। এছাড়াও জেলার ৫ আসনের পাঁচ সংসদ সদস্য আছেন জেলা কমিটির সাধারণ সদস্য হিসেবে। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন সাবেক সংসদ সদস্যসহ মোট ১১ জন। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ৩ জন। অন্যান্য সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ২৩ জন। সাধারণ সদস্য হিসেবে জেলা সদর এবং বিভিন্ন উপজেলা ও থানা থেকে স্থান পেয়েছেন ২৮জন।
ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা নিশি পেয়েছেন জেলা কমিটির সাধারণ সদস্য পদ। এছাড়া ফুলতলা উপজেলার বাসিন্দা এ বি এম সালাম পেয়েছেন সহ-সভাপতির পদ। আর একই উপজেলার বিলকিস আক্তার ধারা পেয়েছেন জেলা কমিটির সাধারণ সদস্য পদ।