খুলনায় ভ্যানচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
খুলানায় শ্রিফলতলা গ্রামের ভ্যানচালক ইমরান হোসেন হত্যা মামলায় হত্যা মামলার আসামি আমির আলী মীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। একইসঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ইমরান। রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরদিন ভোরে নন্দনপুর গ্রামের একটি বাগান থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় ইমরান হোসেনের বাবা মো. ইউসুফ সরদার বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে আমীর আলীর সংশ্লিষ্টতা পান তদন্ত কর্মকর্তা রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর রহমান। মামলায় ৩২ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একই বছরের ২ জুলাই হত্যাকাণ্ডে জড়িত আমীর আলীর নাম অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।