চলমান বিধিনিষেধ বাড়ল ৬ জুন পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার।

চলমান বিধিনিষেধ বাড়ল ৬ জুন পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। 

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এই চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ মে ২০২১ মধ্যরাত হতে ৬ জুন ২০২১ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের বিধিনিষেধ জারি করা হয়। ওই বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে 'সর্বাত্মক লকডাউন' শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত।

সেই বিধিনিষেধের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। পরে তা আরও ১১ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এরপর বিধিনিষেধের সময়সীমা পুনরায় ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়ল।

প্রকৌশল নিউজ/এমআর