স্বাস্থ্যবিধিতে শৈথিল্য, চিকিৎসায় সংকট অব্যাহত

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চলমান 'সর্বাত্মক লকডাউন' আরও এক সপ্তাহ বাড়িয়ে আজ নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

স্বাস্থ্যবিধিতে শৈথিল্য, চিকিৎসায় সংকট অব্যাহত
সাম্প্রতিক ছবি

বাংলাদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চলমান 'সর্বাত্মক লকডাউন' আরও এক সপ্তাহ বাড়িয়ে আজ নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল ও ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে, করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি রোববার বৈঠক করে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। সেই আলোকে আন্তমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে ২৮ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে লকডাউনে জনচলাচল সীমিত রাখা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও শৈথিল্য দেখা যাচ্ছে। রাস্তায় কর্তব্যরত পুলিশ বলছেন, প্রচুর মানুষ নানা অজুহাতে রাস্তায় নামছেন, এদের বেশিরভাগেরই 'মুভমেন্ট পাস' নেই।

ওদিকে, হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা করাতে গিয়ে করুণ পরিস্থিতির শিকার হচ্ছেন স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, একান্ত জরুরি রোগী ছাড়া সাধারণ রোগীদের ঠাঁই দেয়া যাচ্ছে না।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮৮ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজার ৫৫৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বাত্মক লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

প্রবাসী কর্মীদের বিষয় মাথায় রেখে প্রাথমিকভাবে বুধবার থেকে এক সপ্তাহের জন্য ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে দেশের ভেতরে আকাশপথে যাত্রা।

করোনা সংক্রমণরোধে সরকারঘোষিত লকডাউন চলাকালে প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া দেশে না আসার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ লক্ষ্যে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

চলমান লকডাউনে বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের বিষয়টি বিবেচনায় নিয়ে কেবল পাঁচটি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এ পাঁচটি দেশ হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুর। লকডাউনের মধ্যেও এসব দেশে প্রবাসীরা যেতে পারবেন। তবে বিদেশ থেকে এখনই প্রবাসীদের বাংলাদেশে না আসার অনুরোধ করা হয়েছে।

সূত্র: পার্সটুডে