চুক্তিতে এক বছর রেল সচিব থাকছেন সেলিম রেজা
আরো এক বছর চুক্তিভিত্তিক রেল সচিব থাকছেন বর্তমান সচিব মো: সেলিম রেজা।
নানা জল্পনা কল্পনার পর আরো এক বছর চুক্তিভিত্তিক রেল সচিব থাকছেন বর্তমান সচিব মো: সেলিম রেজা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২৮ ডিসেম্বর) এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি বাতিল করে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
আগামী ৩০ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল। এর আগে ২৪ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ওইদিনই সেই আদেশ বাতিল করে নতুন আদেশ দেওয়া হয়।
মোঃ সেলিম রেজা ৫ মে ২০২০ তারিখে সচিব হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ে যোগদান করেন। এই পদে যোগদানের পূর্বে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম (১৯৮৫) ব্যাচের কর্মকর্তা সেলিম রেজা। তিনি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে ৬ বছর দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে সেলিম রেজার।