ছাত্রদল সম্পাদক শ্যামলের বিরুদ্ধে মামলা, নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা

নরসিংদী জেলা বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৫ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ছাত্রদল সম্পাদক শ্যামলের বিরুদ্ধে মামলা, নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা

নরসিংদী জেলা বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৫ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী ওরফে নাহিদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে কেন্দ্রীয় কমিটি নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে।

ওই কমিটিতে তৃণমূলের যোগ্য ছাত্রনেতাদের বঞ্চিত করে হত্যা মামলার আসামিসহ বিতর্কিতদের ওই কমিটিতে স্থান দেওয়া হয় বলে তৃণমূলের বঞ্চিত ছাত্রনেতারা কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক শ্যামলকে নরসিংদী জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে। এতে শ্যামল ও তার অনুসারীরা ক্ষুব্ধ হয়।

এ ঘটনায় অন্যদের মত নাহিদও সামাজিক যোগাযোগের মাধ্যমে শ্যামলের সমালোচনা করে বেশ কিছু পোস্ট দেয়। এর জের ধরে বিভিন্ন সময় শ্যামল ও তার অনুসারীরা নাহিদকে হুমকি দিয়ে আসছে।

মামলার বাদী আব্বাস আলী নাহিদ আরও জানান, গত ২৮ জুন বিকেলে ছোট বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নবীয়াবাদ মোড় পৌঁছলে শাওন, আবদুল্লাহ, শাহ পরাণ ও রুবেল তার পথ আটকে মারধর শুরু করেন। তারা নাহিদকে গুরুতর জখম করে রাস্তায় ফেলে চলে যায়।

নাহিদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতাল ভর্তি করা হয়।

গত ১০ দিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হওয়ার পর রায়পুরা থানায় এসে ওই পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন নাহিদ।

ইকবাল হোসেন শ্যামলের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা পৌরসভায়।