জাতির পিতাকে শ্রদ্ধা জানালো পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২১।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সীমিত পরিসরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২১।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর নবনির্বাচিত ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষে বিকেল ৫ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২১ এর সভাপতি মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এসবি; সহ-সভাপতি মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), ডিএমপি; সহ-সভাপতি মোহাম্মদ আলী মিয়া, ডিআইজি, এসবি; সহ-সভাপতি কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), ডিএমপি; সহ-সভাপতি হাবিবুর রহমান, ডিআইজি, ঢাকা রেঞ্জ; সহ-সভাপতি এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) ডিএমপি; সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, (এ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (ডিসি-গুলশান) সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২১ এর সভাপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি জাদুঘরে সংরক্ষিত বহিতে পরিদর্শন নোটে লিখেন, “বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবর্বিাচিত কমিটির পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। বঙ্গবন্ধুর হাত ধরে এদেশে এসেছে স্বপ্নের স্বাধীনতা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যাঁর পেছনে রয়েছে বাঙালী জাতির সাড়ে আঠারোশ বছরের শোষণ ও নিপীড়ণের ইতিহাস। সেই বিবর্ণ ইতিহাসকে পাল্টে একটি জাতির আশা ও উদ্দিপনাকে ধারণ করে তিনি গড়তে চেয়েছিলেন স্বপ্নের সোনার বাংলা। এমন যোগ্য নেতৃত্বের উত্তরসূরি হয়ে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যেতে চায়, দেশের আপামর জনতার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন সেই লক্ষ্যে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এই প্রত্যাশায় আমরা যাত্রা শুরু করছি আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। বাংলাদেশ চিরজীবী হোক।”
উল্লেখ্য, গত ২৬ জুন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ৪১ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে মোঃ মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আসাদুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (ডিসি-গুলশান) মো. আসাদুজ্জামান নির্বাচিত হন।
প্রকৌশল নিউজ/এমআরএস