জাতিসংঘের গাড়িবহরে হামলা, নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়িবহরে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের একটি গাড়িবহরে দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী। নিহতরা সবাই আফগান নিরাপত্ত বাহিনীর সদস্য।
তবে এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তারা বিশ্বাস করেন এই হামলার পেছনে তালেবানরাদের হাত রয়েছে। তবে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার এই ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
প্রকৌশল নিউজ/ এম আর