জানুয়ারির শেষে দেশে আসবে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এ মাসের শেষের দিকে দেশে আসবে করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এ মাসের শেষের দিকে দেশে আসবে করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস জানিয়েছেন- রোববার ভারতের সেরাম ইনস্টিটিউটের আবিষ্কৃত ভ্যাকসিন পাওয়া নিয়ে তারা বৈঠক করছেন এবং এ মাসের শেষের দিকে ভ্যাকসিন পাওয়া যাবে।