ঝড়ে ডুবল কোটি টাকার পণ্যবাহী ট্রলার
কোটি টাকার পণ্যবাহী ট্রলার ঝড়ে ডুবে গেছে। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে আল্লাহরদান-১ নামের পণ্যবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
কোটি টাকার পণ্যবাহী ট্রলার ঝড়ে ডুবে গেছে। চট্টগ্রামের ফিশারিঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে আল্লাহরদান-১ নামের পণ্যবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনে ক্রটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটির মালিক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ীদের মুদি মালামাল, সিমেন্ট, রড ও টিন বোঝাই করে ট্রলারটি হাতিয়ার উদ্দেশে যাত্রা করে। ভোর পৌনে ৫টার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম সীমানা থেকে হাতিয়া সীমানায় প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রলারটি পানিতে ডুবে যায়। ট্রলারটিতে কোটি টাকার পণ্য ছিল বলে দাবি ট্রলার মালিকের।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া ট্রলারের সারেংসহ ট্রলারে থাকা আটজন লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন। পরে সাগরে থাকা অন্য জেলেরা তাদের জীবিত উদ্ধার করেন।
প্রকৌশল নিউজ/প্রতিনিধি