টিকা নিতে দুবাই উড়ে গেলেন নায়িকা!
ঢাকাই চলচ্চিত্রের হাল আমলের নায়িকা অধরা খান। ২০১৮ সালে নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। । একই বছরের ২৬ অক্টোবর মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘মাতাল’। এখানে তিনি সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন।
ঢাকাই চলচ্চিত্রের হাল আমলের নায়িকা অধরা খান। ২০১৮ সালে নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। একই বছরের ২৬ অক্টোবর মুক্তি পায় তার দ্বিতীয় ছবি ‘মাতাল’। এখানে তিনি সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন।
পরপর দুই সপ্তাহে দুটি ছবি দিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নামে পরিণত হন অধরা। এরপর আরও বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বর্তমানে রয়েছেন মরুর দেশ দুবাইয়ে। দেশটির নাগরিক অধরা। সে সুবাদে তিনি সেখানে টিকা নিয়েছেন। বাংলাদেশ থেকে দুবাই উড়ে গিয়েছেন আলোচিত ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণ করতে।
এই ভ্যাকসিন এখনো বাংলাদেশে আসেনি। দুবাইয়ে নাগরিক হওয়ায় ওই টিকা পেয়ে গেছেন তিনি।
তবে তার জন্য পূরণ করতে হয়েছে একটি শর্ত। সেটি হলো নির্দিষ্ট মেয়াদে দেশটিতে গিয়ে থাকতে হবে। সেজন্যই বেশ কিছুদিন আগে অধরা দুবাই যান। সেখানে গিয়েই ২২ মার্চ টিকার বুথে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা গ্রহণ করেন তিনি।
ফাইজারের ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে অধরা খান বলেন, ‘এখানে সব ধরনের ভ্যাকসিন নেওয়ার সুযোগ রয়েছে। আমি ফাইজারের ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন বা ইঞ্জেকশন গ্রহণের ভীতি আমার কখনোই ছিল না।’
অধরা জানান, তিনি দেশে ফিরবেন দ্বিতীয় ডোজ শেষ করে।
প্রকৌশল নিউজ/শা