টেস্টে শান্তর প্রথম সেঞ্চুরি
টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শান্ত ২৩৬ বলে ১০২ রানের অনবদ্য এই ইনিংস খেলেন। এর মধ্যে ছিল ১২ টি চার ও একটি ছয়ের মার।
বয়সভিত্তিক আর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটার শান্ত আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই ছিলেন ব্যর্থ। ওয়ানডে বা টেস্টের কোনোটিতেই ব্যাট হাসছিল না তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে তার ইনিংসগু্লো ছিল-২৫, ০, ৪ আর ১১ রানের। ৬ টেস্ট শেষে গড় মাত্র ২১.৯০। এমন গড়ও হতো না যদি দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তার ৭১ রানের ইনিংসটি না থাকত ।
বারবার কম রানে সাজঘরে ফেরায় সমালোচনা সইতে হচ্ছিল তাকে। সবশেষ নিউজিল্যান্ড সফরে দুই ইনিংসে করেছিলেন মাত্র ১৮ আর ১২ রান। এমন পারফরম্যান্সে জাতীয় দলেই তার থাকাটা অনিশ্চিত হয়ে পড়ে।
ক্যারিয়ারের এমন পরিস্থিতিতে শ্রীলংকায় পাল্লেকেলেতে দূর্দান্ত এই ইনিংস খেললেন শান্ত। সমালোচকদের জবাব দিলে ব্যাট হাতেই।
শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে সফরকারী বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০২ রান। ৯০ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগাররা এই রান সংগ্রহ করে।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০২/২ (৯০ ওভার)
শান্ত ১২৫*, তামিম ৯০, মুমিনুল ৬৪*
বিশ্ব ৬১/২