তিনগুণ বেশি সংক্রামক আমাজনে পাওয়া করোনার ধরন
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ের্ডো পাজুয়েল্লো জানিয়েছেন, আমাজনে পাওয়া করোনাভাইরাসের একটি ধরন তিনগুণ বেশি সংক্রামক হতে পারে। কিন্তু প্রাথমিক বিশ্লেষণ বলছে, এ ধরনের বিরুদ্ধেও টিকা কার্যকর।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এডুয়ের্ডো পাজুয়েল্লো জানিয়েছেন, আমাজনে পাওয়া করোনাভাইরাসের একটি ধরন তিনগুণ বেশি সংক্রামক হতে পারে। কিন্তু প্রাথমিক বিশ্লেষণ বলছে, এ ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধেও টিকা কার্যকর।
বৃহস্পতিবার তিনি এ কথা জানান। যদিও তাঁর এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি পাজুয়েল্লো।
সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে জঙ্গলের শহর ম্যানুসে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে।
তবে পাজুয়েল্লো পার্লামেন্টকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে, সাম্প্রতিক কয়েক মাসে সংক্রমণ বৃদ্ধি অপ্রত্যাশিত হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। সিনেটের শুনানিতে তিনি বলেন, আগামী জুন নাগাদ জনসংখ্যার মধ্যে যারা সক্ষম, তাদের অর্ধেককে টিকা দেওয়া হবে। আর বছর শেষ হওয়ার আগে বাকিদেরও প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে।
দক্ষিণ আমেরিকার দেশটি সপ্তাহ তিনেক আগে চীনের সিনোভ্যাক বায়োটেক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম শুরু করেছে। কিন্তু ম্যানুসে পাওয়া নতুন ধরনের প্রতিরোধে টিকা কতটা কার্যকর তা ব্যাখ্যা করতে পারেননি পাজুয়েল্লো।
প্রকৌশল/ এম আর