প্রেমের জন্য ক্যারিয়ার বিসর্জনের গল্প
অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলার রালি ডবসন। ২৮ বছর বয়সী রালি ডবসন ছিলেন তাঁর ক্যারিয়ারের তুঙ্গে। কিন্তু শুধুমাত্র প্রেমের কারণেই এতো অল্প বয়সে ফুটবলকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান এই তারকা ফুটবলার।
অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলার রালি ডবসন। ২৮ বছর বয়সী রালি ডবসন ছিলেন তাঁর ক্যারিয়ারের তুঙ্গে। কিন্তু শুধুমাত্র প্রেমের কারণেই এতো অল্প বয়সে ফুটবলকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান এই তারকা ফুটবলার।
ক্যারিয়ারের তুঙ্গে থেকেও কেন মাত্র ২৮ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন রালি ডবসন? তামাম ফুটবল বিশ্ব তাঁর এই আত্মত্যাগের নজিরে বিস্মিত! প্রকৌশল নিউজের পাঠকদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো রালির সেই প্রেম ও ক্যারিয়ার বিসর্জনের গল্প।
প্রেমিকের দুঃসময়ে তাঁর পাশে থাকতেই খেলা ছেড়ে দিয়েছেন রালি। রালি ডবসনের প্রেমিকের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে। খুব শিগগিরই শুরু হয়ে যাবে তাঁর রেডিও থেরাপি। কেমোথেরাপির মতোই যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়ায় প্রেমিকের পাশে থাকতে চান রালি। তাই বিসর্জন দিলেন সাধের খেলা তথা পেশাকে।
শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে তাঁর শেষ ম্যাচের শেষে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। গোটা স্টেডিয়ামের অভিবাদন গ্রহণ করে রালি যখন মাঠ ছাড়ছেন, আংটি হাতে এক হাঁটু গেঁড়ে রালিকে 'প্রপোজ' করেন তাঁর সেই প্রেমিক। সেই দৃশ্য দেখে আবেকে আপ্লুত হলেন রালি। প্রেমিককে জড়িয়ে ধরে কাঁদলেন তিনি। রাজি হলেন তারঁ প্রস্তাবে।
উইকিপিডিয়ারি দেওয়া তথ্য মতে রালি ডবসনের প্রেমিকের নাম ম্যাট। আর হ্যাঁ, জীবনের শেষ ম্যাচেও গোল করেছেন রালি ডবসন।
প্রকৌশল নিউজ/এমআর