দেশে এই প্রথম ভয়ংকর মাদক 'এলএসডি' উদ্ধার

দেশে এই প্রথম ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইইথাইলামাইড (এলএসডি) নামের নেশাদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে এলএসডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশে এই প্রথম ভয়ংকর মাদক 'এলএসডি' উদ্ধার

দেশে এই প্রথম ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইইথাইলামাইড (এলএসডি) নামের নেশাদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে এলএসডি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার মেট্রোপলিট গোয়েন্দা (ডিএমপি-ডিবি) পুলিশের রমনা বিভাগ এক অভিযানে এলএসডি উদ্ধার করে।

পুলিশ জানায়, দেশে প্রথমবারের মতো এই মাদক জব্দ করা হয়েছে। এলএসডি মাদক হিসেবে এদেশে নতুন হলেও, বিশ্বে মাদকসেবীদের কাছে ভয়ংকর হিসেবে পরিচিত। এ মাদক গ্রহণের ফলে মাদকসেবিরা সপ্তাহখানেক ধরে ভিন্ন জগতে চলে যান বলে জানা গেছে।

বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, নতুন এই মাদক উদ্ধার, অভিযান ও অভিযুক্তদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে ডিএমপি-ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানাবেন।

প্রায় দু'বছর আগেই এ প্রতিবেদক বৃটেন থেকে পড়াশোনার পর দেশে ফিরে আসা এক যুবকের কাছে 'এলএসডি' মাদকের ভয়ংকর দিক সম্পর্কে জানতে পারেন। ঔ যুবকের ভাষ্য অনুযায়ী- 'এলএসডি' মাদক জগতে শেষ পর্যায়ের ধাপ। এলএসডি গ্রহণের ফলে যেকোনো মানুষ হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারেন। কারণ- প্রায় এক সপ্তাহ তারা ফ্যান্টাসি জগতে বসবাস করেন। ১০ তলা ভবন থেকে হাসি মুখেই লাফ দিতে পারে, এতে তারা মনে তাদের কিছুই হবে না।

প্রকৌশল/এমআরএস