নকলনবিশদের নতুন কমিটি গঠন
বাংলাদেশ এক্সট্রা মোহরার ( নকলনবিশ) অ্যাসোসিয়েশনের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় আহবায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস সুমন। সেই সাথে এই কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে এনামুল হাসান রুমেল ও সদস্য সচিব পদে মোহাম্মদ শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় আহবায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস সুমন। সেই সাথে এই কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে এনামুল হাসান রুমেল ও সদস্য সচিব পদে মোহাম্মদ শাহীন আলম নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ভুমি রেজিস্ট্রেশন খাতে নিয়োজিত এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশনের এই কমিটি গঠিত হয়।
আহবায়ক আব্দুল কুদ্দুস সুমন তাদের নতুন গঠিত এই কমিটির লক্ষ্য ও কাজের উদ্দেশ্যের বিষয়ে প্রকৌশল নিউজকে বলেন, নকলনবিশদের স্থায়ী করণের যে প্রক্রিয়া চলছে তার বাস্তবায়ন করা এবং সেই হিসাবে ১৬ হাজার ৩৩৫ জন নকলনবিশকে জাতীয় বেতনের স্কেল ভুক্ত করার জন্য যাবতীয় পদক্ষেপ আমরা এই কমিটির পক্ষ থেকে নিবো।
এই কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহীন আলম প্রকৌশল নিউজকে বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ভূমির ই-রেজিষ্ট্রেশন সেবাকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সকল ধরণের সহযোগিতা হবে আমাদের অন্যতম লক্ষ্য।
প্রকৌশল নিউজ/এমআর