না ফেরার দেশে ভাষাসৈনিক আবুল হোসেন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষাসৈনিক আবুল হোসেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ বুধবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভাষাসৈনিক আবুল হোসেনের বয়স হয়েছিলো ৮৭ বছর। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

না ফেরার দেশে ভাষাসৈনিক আবুল হোসেন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষাসৈনিক আবুল হোসেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভাষাসৈনিক আবুল হোসেনের বয়স হয়েছিলো ৮৭ বছর।

আবুল হোসেনের বড় ছেলে আবুল হাসনাত বিদ্যুৎ জানান, দুপুরের পর হঠাৎ করেই তার বাবা আবুল হোসেনের কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না। বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত অবস্থায় স্বজনরা ভাষাসৈনিক আবুল হোসেনকে রামেক হাসপাতালে নিয়ে এসেছিলেন। তিনি কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

জীবদ্দশায় তিনি রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও অসাম্প্রদায়িক আন্দোলনের সামনের সারিতে ছিলেন।

 প্রকৌশল নিউজ/এমএস