ন্যায্যমূল্যের চাল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ জন আটক
রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ন্যায্যমূল্যের চাল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ন্যায্যমূল্যের চাল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেসময় তিনটি ট্রাক জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, বরিশালের আ. কাদের শিকদার (৭০), আ. বারেক (৩৫), মো. সালমান (২৫), নোয়াখালীর মো.০ জাবেদ (১৯), মো. কামাল হোসেন (৫৩), রাজশাহীর মো. উজ্বল হোসেন (২৫), মো. শাহীন (১৮), চট্টগ্রামের অমি ইসলাম (৩৩), খাগড়াছড়ির মো. জুয়েল।
র্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবত কালোবাজারীতে ন্যায্য মুল্যের চাল ও আটা বিক্রয় করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত ন্যায্য মুল্যের চাল ও আটা বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
বৃহস্পতিবার আত ১১টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর মাটিকাটা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৩১ হাজার ৩০০ কেজি চাল, ৮ হাজার কেজি আটা, ৩টি ট্রাক, ২টি ওজন পরিমাপক মেশিন ও ১টি বস্তা সেলাইয়ের মেশিনসহ ৯ জনকে আটক করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।