পলাশবাড়ীতে রাস্তায় ইটের সোলিং প্রকল্পের উদ্বোধন
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন অংশীদারত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি-০৩)প্রকল্পের মাধ্যমে ইটের সোলিং করণ প্রকল্পের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ৩৫০ ফুট রাস্তার কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন অংশীদারিত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি-০৩) এর মাধ্যমে গাইবান্ধা পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের ক্লিনিকের মোড় হতে আঃ রশিদের বাড়ী পর্যন্ত ৩৫০ ফুট রাস্তার কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
বৃহস্পতিবার রাস্তার এ কাজ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, পলাশবাড়ী ইউসিসিএ লিমিটেড সভাপতি আতোয়ার রহমান সরকার, উপজেলার বিআরডিবি জুনিয়র অফিসার ফিরোজ কবীর উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির উপজেলার শাখার আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প–৩ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ উপজেলা শাখা গ্রাম উন্নয়ন কমিটি চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রকৌশল নিউজ/সু