পলিটেকনিক হোস্টেল খোলার নির্দেশ
আগামী ২২ ফেব্রুয়ারি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেজন্য দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পরীক্ষার আগে হোস্টেলগুলো খুলে দিতে বলা হয়েছে।
আগামী ২২ ফেব্রুয়ারি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেজন্য দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পরীক্ষার আগে হোস্টেলগুলো খুলে দিতে বলা হয়েছে।
বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে সর্বোচ্চ ৬০% শিক্ষার্থী অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বুধবার ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার প্রস্তাব চায়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৩৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে ২৫টি পলিটেকনিকের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস রয়েছে।
একইসাথে, পুরো বিষয়টি তদারকির জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে বলেও জানানো হয়।