পুলিশ পরিচয়ে বিয়ের প্রতারণা
পুলিশের পোশাক ও আইডি দেখিয়ে বিশ্বাস অর্জন করে একাধিক মেয়ের সঙ্গে প্রেম বিয়ে এবং অনৈতিক সম্পর্ক করাসহ নিরীহ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ চক্রের মূলহোতাসহ তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশের পোশাক ও আইডি দেখিয়ে বিশ্বাস অর্জন করে একাধিক মেয়ের সঙ্গে প্রেম বিয়ে এবং অনৈতিক সম্পর্ক করাসহ নিরীহ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ চক্রের মূলহোতাসহ তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ এসব তথ্য জানান।
তিনি জানান, লোভ, অজ্ঞতা আর অসাবধানতার কারণে ঢাকা মহানগরীসহ সারা দেশে প্রতারণার সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কখনও চাকরি দেওয়ার নামে প্রতারণা, বিকাশ মাধ্যমকে ব্যবহার করে আর্থিক প্রতারণা, ব্যবসায় আর্থিক মুনাফার নামে প্রতারণা, নকল পণ্য বিক্রি করে প্রতারণা। প্রতারকদের নতুন নতুন কৌশলের ফাঁদে পড়ে সর্বোস্ব হারাচ্ছেন অসহায় মানুষ।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জানান, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও প্রতারণার শিকার স্মৃতি আক্তারের নানার অভিযোগের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব ইউনিটের নেতৃত্বে চক্রের মূল হোতা আবু নাসেরসহ (৩৩) তিনজনকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
অপর দুই আসামিরা হলেন- মো. ইসমাইল হোসেন (৪১) ও রুবি আক্তার(২৭)। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আসামি আবু নাসের পুলিশের পোষাক পরা অবস্থায় ভুয়া আইডি কার্ড প্রস্তুত ও প্রর্দশন করে, কম বয়সী মেয়েদেরকে তার সৃজনকৃত আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয় বিশ্বাস স্থাপন করত। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে।
সিআইডি জানায়, আসামি আবু নাসের ওরফে নাছির বিভিন্ন লোককে চাকরি দেওয়া, বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।
সিআইডি আরও জানায়, আসামি আবু নাসের তার এই প্রতারণার কাজে আসামি মো. ইসমাইল হোসেনকে বড় ভাই এবং নিজ স্ত্রী রুবি আক্তারকে বোন বলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। তাদের কাছ থেকে ডিএমপি পুলিশের আইডি কার্ড একটি, পুলিশের ইউনিফরম এক সেট, ডিএমপি পুলিশের ব্যবহৃত এসআই র্যাংক ব্যাজ লাগানো, পাসপোর্ট-৩ তিনটি, মোবাইল হ্যান্ডসেট ও বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির সিম কার্ডসহ সাতটি সিম উদ্ধার করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস