করোনায় মৃত্যু ১১২ জন, শনাক্ত ৭৬৬৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৪ হাজার ৩৮৮ জনের মৃত্যু হলো।

করোনায় মৃত্যু ১১২ জন, শনাক্ত ৭৬৬৬

মহামারি করোনাভাইরাসে সংক্রমণের ৪৭৯ তম দিন শেষে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮ জন। মৃত ১১২ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৪৫ জন। এর আগে ২৭ জুন দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৬৬৮ জনের শরীরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। 

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৬৫ টি ল্যাবরেটরিতে ৩২ হাজার ৬৫৯ টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪৭ লাখ ৯৭ হাজার ৯৯৩ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৭৫ হাজার ৮২৯ টি।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৯ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬, রাজশাহীতে ২১, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।