২০৩০ সালে ঢাকায় পাতাল রেল
ঢাকায় পাতাল রেলের চারটি রুটের নির্মাণ কাজ শেষ হবে ২০৩০ সালের মধ্যে বলে আশাবাদী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঢাকা মহানগরীতে পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার ওপর ভিত্তি করে এই তথ্য জানানো হলো।
ঢাকায় পাতাল রেলের চারটি রুটের নির্মাণ কাজ ২০৩০ সালের মধ্যে শেষ হবে বলে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। রাজধানী ঢাকায় পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই সমীক্ষার ওপর ভিত্তি করে এই তথ্য জানানো হলো।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এই তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্টরা। এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, পাতাল রেল প্রকল্পের বাস্তবায়ন হলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সাবওয়ে বা পাতাল রেলের নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সাবওয়ের ১১টি লাইনের মধ্যে চারটি লাইনের কাজ শেষ হবে ২০৩০ সালের মধ্যে। রুটগুলো হলো টঙ্গী থেকে কেরাণীগঞ্জের ঝিলমিল প্রজেক্ট, সিদ্ধিরগঞ্জ থেকে কামরাঙ্গীর চর, উত্তরা ১৩ সেক্টর থেকে নারায়নগঞ্জ এবং গাবতলী থেকে মাস্তুল পর্যন্ত। বাকি ৭টি লাইনের কাজ শেষ হবে ২০৪০ সালের মধ্যে। তবে প্রকল্পটি নিজস্ব অর্থায়নে, নাকি দাতা সংস্থার সহায়তায় করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।