রাকিবের সঙ্গে ২০১৭ সালে আমার ডিভোর্স হয়েছে : তামিমা
স্বামী দাবি করা রাকিব হাসানের সঙ্গে ২০১৭ সালে তার ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনকে সদ্য বিয়ে করা তামিমা তাম্মি। তিনি বলেছেন, ‘রাকিব হাসান এখন যা বলছে তার সবটাই মিথ্যা কথা। আমি তালাকটার জন্য অ্যাপলাই করি ২০১৬ সালে আর অ্যাপ্রুভ আসে ২০১৭ সালে।’
স্বামী দাবি করা রাকিব হাসানের সঙ্গে ২০১৭ সালে তার ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনকে সদ্য বিয়ে করা তামিমা তাম্মি। তিনি বলেছেন, ‘রাকিব হাসান এখন যা বলছে তার সবটাই মিথ্যা কথা। আমি তালাকটার জন্য অ্যাপলাই করি ২০১৬ সালে আর অ্যাপ্রুভ আসে ২০১৭ সালে।’
বুধবার (২৪ জানুয়ারি) উদ্ভুত ইস্যুতে রাজধানীর এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তামিমা তাম্মি। এসময় তার সঙ্গে ক্রিকেটার নাসির হোসেন উপস্থিত ছিলেন।
তামিমা তাম্মি বলেন, ‘সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তার (রাকিব) সঙ্গে আমার ডিভোর্স হয়েছে, এটা তার এবং আমার পরিবারের সকল লোকজন জানেন। এখন তিনি কেনো এমন করছেন সেটা হয়তো আপনাদের সকলের বুঝা হয়ে গেছে।’
তিনি বলেন, ‘তিনি (রাকিব) যত কথা বলছেন তার মধ্যে দুইটা জিনিস ছাড়া ১. তার সাথে আমার বিয়ে হয়েছে, ২. আমাদের একটা বাচ্চা আছে এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যা।’
সংবাদ সম্মেলনটি একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা হয়। সেই লাইভে যুক্ত হন ১৪ হাজারেরো বেশি মানুষ। কমেন্ট বক্সে আসতে থাকে হাজারো বক্তব্য। বক্তব্যগুলোর বেশিরভাগই নেগিটিভ।
অনেকেই কমেন্ট করেন- ‘যেহেতু বাংলাদেশে বিবাহ নিবন্ধন ও তালাক নিবন্ধন ‘ডিজিটালাইজড’ নয় সেক্ষেত্রে কিছু টাকা খরচ করলে এরকম ডিভোর্স সার্টিফিকেট পাওয়া অসম্ভব কিছু নয়। তারা এতদিন সময়ক্ষেপন করেছেন এই সার্টিফিকেটটি বানানোর জন্য।’
প্রকৌশল নিউজ/এস